অঝোর ধারায়‘ ঝরে পড়ুক শ্রাবণী, শ্রাবণের মেঘ জড়ো হয়ে — শ্রাবণের প্রখর তাপদাহে অতিষ্ঠ মানুষের এটাই প্রত্যাশা- অস্থির মনকে শান্ত করে তুলুক বৃষ্টির ধারা।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওই সময় সর্বোচ্চ বৃষ্টি হয় ফেনীতে ৮০ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকাতে বৃষ্টিপাতের পরিমাণ ০২ মিলিমিটার।
রাজশাহী ও খুলনা বিভাগ বাদে আগামী ২৪ ঘণ্টায় দেশের বাকি ছয় বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি’র সম্ভাবনা এবং বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমবে।
২০জুলাই,২০২২,বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়-“আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগ বাদে দেশের বাকি ছয় বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে ও বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমবে।
গত দুই দিন রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিপাত ঘটে। হয়। বৃষ্টির সময় কিছুটা স্বস্তি মিললেও ভ্যাপসা গরমের অনুভূতিটা জনজীবনে থেকেই যায়। ২০জুলাই,বুধবার রাজধানী ঢাকাতে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ঢাকা ও এর আশে পাশের এলাকায় বুধবার হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলে-আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে বৃষ্টিপাতেন পরিমাণ বাড়তে পারে ও এতে করে সে সব এলাকার তাপমাত্রা কমতে পারে।
ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- বুধবার সকালে ঢাকা ও এর আশেপাশের এলাকায় এ সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
Мы предлагаем:сервис центры бытовой техники москва
Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!