২৫ অক্টোবর ২০২৩ বুধবার
রংপুর জেলার মুক্তিযুদ্ধের কমান্ডর বীর মুক্তিযুদ্ধা মোজাফফর হোসেন চাঁদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
আজ এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
টিপু মুনশি শোকবার্তায় আরো বলেন, মোজাফফর হোসেন চাঁদ মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি যুদ্ধের ট্রেইনারও ছিলেন। তিনি বঙ্গবন্ধুর অন্ধভক্ত ছিলেন। সত্য ও ন্যায়ের পথে ছিলেন অবিচল। দেশ ও দশের জন্য তার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে।
উল্লেখ্য, (বুধবার) ভোরে ঢাকা থেকে রংপুরে ফেরার পথে জাতির এই শ্রেষ্ঠ সন্তান শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসু্স্থ ছিলেন।