রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
আজ এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলী আশরাফ ১২ জুলাই (সোমবার) রাত ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রংপুর প্রতিনিধি, দৈনিক বায়ান্নর আলো নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিকবার দায়িত্ব পালন করেন।