অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামক ঘোষণা ও সূচি প্রকাশ করা হয়। নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেয়ায় ফাঁকা সময়ে দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩১ জানুয়ারি রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামক এই বিশেষ আসরের আনুষ্ঠানিক ঘোষণা ও সূচি প্রকাশ করা হয়। দেশসেরা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো আগামী ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি।
টুর্নামেন্টটিতে তিনটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের দায়িত্ব পালন করবেন আকবর আলী।
দলগুলোর ডাগআউটেও অভিজ্ঞদের সমাহার ঘটিয়েছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী হিসেবে মোহাম্মদ আশরাফুল থাকছেন। দুর্বার একাদশের দায়িত্বে আছেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান। অন্যদিকে হান্নান সরকার ও রাজিন সালেহ আলম সামলাবেন দুরন্ত একাদশের কোচিং প্যানেল। বিসিবি এই টুর্নামেন্টের জন্য মোট আড়াই কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে। আধুনিক ক্রিকেটের উত্তেজনা বাড়াতে এই প্রতিযোগিতায় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। দর্শকদের মাঠে টানতে টিকিটের দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে।ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকায় পাওয়া যাবে। প্রতিটি ম্যাচের দিন বিকেল ৪টা থেকে দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এবং মূল খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
(স্পোর্টস ডেক্স)






