20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকবিশ্ব সঙ্গীত দিবস নেটমাধ্যমে উদ্‌যাপন

বিশ্ব সঙ্গীত দিবস নেটমাধ্যমে উদ্‌যাপন

২১জুন নেটমাধ্যমে উদ্‌যাপন হয় বিশ্ব সঙ্গীত দিবস মহামারী করোনায় অস্থির মনে, প্রতিকূল পরিবেশে সুর ছন্দ ছড়িয়ে দিতে ‘নেটমাধ্যমে অনুষ্ঠিত হয় ‘দ্য ড্রিমার্স’-এর ‘মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল’।

বিশ্ব সঙ্গীত দিবসে সুদীপ্ত চন্দের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত, জনপ্রিয় ছবির গান, ফিউশন মিউজিক, যন্ত্রসঙ্গীতে যুগলবন্দি এবং স্থানীয় পাহাড়ি শিল্পীদের গান। বিশ্ব সংগীত দিবসে ২১ জুন রাত ৯টায় ‘দ্য ড্রিমার্স’-এর ফেসবুক পেজ থেকে অনুষ্ঠিত হয়। বিশ্ব সঙ্গীত দিবসে দ্বিতীয়বারের মতো আত্মপ্রকাশ করতে চলেছে ‘বিশ্ববীণা’। নেটমাধ্যমে সম্প্রচারিত অনুষ্ঠানে শিল্পীরা অংশ নিবেন কলকাতার নানা প্রান্তে বসে। অনুষ্ঠান উপভোগ করা যাবে ২২ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়। ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এসডিপি ভেঞ্চার্স-এর ফেসবুক পেজে। সিনেমা, ক্লাসিক্যাল, গজ়ল, পপ, ইন্ডিপপ, র্যাপ, হিপ হপ সহ একাধিক ক্ষেত্রে আশি জন শিল্পী, গায়ক, সুরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন। প্রতিদিন সঙ্গীত অনুরাগীরা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। আঞ্চলিক ভাষায় দক্ষিণ ভারতের শিল্পীরা অনুষ্ঠান করবেন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব সংগীত দিবস নানামুখী আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।। বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে প্রতি বছরই বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদসহ সংগীতের বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। এবার করোনা মহামারির জন্য অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। ২১ জুন থেকে ২৭ জুন প্রতিদিন রাত সাড়ে ৮টায় এ অনুষ্ঠান শুরু হবে। এ আয়োজনে ঢাকার ৪০টি সংগীতদল অংশ নিচ্ছে।বহু বছর ধরে এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে আসছে ফ্রান্স। এভাবে ১৯৮২ সালে এসে এ ফেস্টিভ্যাল ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে রূপ নেয়। ১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং প্রথম বিশ্ব সংগীত দিবস পালনের প্রস্তাব করেন। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এ সংগীত দিবস পালন করে। তখন থেকে দিনটি বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা হয়। আর প্রথম থেকেই আলিয়ঁস ফ্রঁসেজ দিবসটি পালন করে আসছে। ‘গান হতে হবে মুক্ত :সংশয়হীন’—এ স্লোগানকে সামনে রেখে বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এ আন্দোলনে। কয়েক দশকের পথ পরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় প্রতি বছর ২১জুন পালন করা হয় ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’। সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রেমীরা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে দিনটি উদযাপন করেন ।

সংগৃহীত

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য