০৫জুন,২০২২,রবিবার বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর ০৫জুন সারাবিশ্বে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের করুণ অবস্থা ও পরিবেশ রক্ষায় মানুষকে সচেতনের লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে।
বিগত শতক থেকে জলবায়ুর পরিবর্তন, সর্বত্র সামুদ্রিক দূষণের কুপ্রভাব, খনিজ সম্পদের উপর ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে ।
এরই প্রেক্ষিতে ১৯৭২ সালে পরিবেশ রক্ষায় বিশেষ ভাবে উদ্যোগী হয়ে ওঠে রাষ্ট্রপুঞ্জ। স্টকহোমে আয়োজিত মানব সম্পদ এবং পরিবেশ প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সেখানে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে প্রতি বছর ০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসের ভিন্ন ভিন্ন থিম হয়। স্লোগান তৈরি করা হয়। সকলের সামনে তুলে ধরা হয় দুশ্চিন্তার বিষয়গুলো। প্রতি বছর বিভিন্ন দেশে এ বিষয়ে আন্তর্জাতিক বৈঠক, সম্মেলনের আয়োজন করা হয়।
এ বছর স্টকহোম সম্মেলনের ৫০ বছর পূর্তি।
সুইডেন এ বছরের আয়োজক দেশ । এবার এর স্লোগান – ‘একটাই পৃথিবী – প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’।






