০১অক্টোবর মঙ্গলবার কানপুর টেস্টের শেষ দিনে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা। চেন্নাইর পর কানপুরের হারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার সাতে নেমে গেল নাজমুল হোসেনের দল।
চলতি মাসে আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। কানপুরে আজ ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে প্রোটিয়ারা। অর্থাৎ বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থেকে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে টেম্বা বাভুমার দল।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব পয়েন্ট দিয়ে নয়; পয়েন্টের শতকরা হার দিয়ে নির্ধারিত হয়। সাতে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন ৩৪.৩৮, পাঁচে উঠে আসা দক্ষিণ আফ্রিকার ৩৮.৮৯। ২০২৩-২৫ চক্রে মোট ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮টি এরই মধ্যে খেলে ফেলেছে। জিতেছে ৩টি, হেরেছে ৫টি। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শেষ দুটি নভেম্বর-ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে।
বাংলাদেশ যদি নিজেদের পরবর্তী দুইটি সিরিজের সবগুলো ম্যাচ জিততে পারে তবে টাইগারদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৮১। সে ক্ষেত্রে পয়েন্টের শতকরা হার হবে ৫৬.২৫। শীর্ষে থাকা ভারতের এখন পয়েন্ট ৭৪.২৪ শতাংশ, অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ জিতলে ১২ পয়েন্ট পাওয়া যায়। সেই হিসেবে ৩ জয়ে বাংলাদেশের পয়েন্ট হওয়ার কথা ৩৬। কিন্তু গত আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয়ের আনন্দের রেশ থাকতেই দুঃসংবাদ পায় নাজমুলের দল। ওই টেস্টে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশের ৩ পয়েন্ট কেটে নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি । তাই দলটির বর্তমান পয়েন্ট ৩৩।
(স্পোর্টস ডেস্ক)