32.3 C
Rangpur City
Thursday, July 17, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিবিশ্বে ইন্টারনেট গতির নতুন রেকর্ড জাপানের

বিশ্বে ইন্টারনেট গতির নতুন রেকর্ড জাপানের

জাপানের একদল বিজ্ঞানী বিশ্বে ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে।তাদের উদ্ভাবিত নতুন ধরণের ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে তারা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট (জিবি) ডেটা প্রেরণে সক্ষম হয়েছেন যা প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার বা নিউইয়র্ক থেকে ফ্লোরিডার সমান দূরত্ব অতিক্রম করেছে।

এই গতি যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির চেয়ে প্রায় ৪০ লাখ গুণ বেশি। প্রাথমিক হিসেব অনুযায়ী এমন গতিতে পুরো ‘ইন্টারনেট আর্কাইভ’ ডাউনলোড করা যাবে মাত্র চার মিনিটের কম সময়ে।

এর আগে ২০২৪ সালে অন্য একটি গবেষক দল প্রতি সেকেন্ডে ৫০ হাজার ২৫০ গিগাবাইট ডেটা প্রেরণ করে রেকর্ড গড়েছিল। নতুন রেকর্ডটি সেটিরও দ্বিগুণের বেশি।

নতুন এই প্রযুক্তির মূল ভিত্তি হলো বিশেষভাবে তৈরি একটি অপটিক্যাল ফাইবার, যা একই সঙ্গে ১৯টি আলাদা ফাইবার চ্যানেল বহন করতে পারে। এটি মাত্র শূন্য দশমিক ১২৭ মিলিমিটার পুরু অর্থাৎ প্রচলিত সিঙ্গেল ফাইবার ক্যাবলের সমান। ফলে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই এই ক্যাবল ব্যবহার করা সম্ভব।

এই নতুন ফাইবারে ১৯টি কোর আলোকে একইভাবে নিয়ন্ত্রণ করে, যার ফলে আলো কম বিকৃত হয় এবং ডেটা লস কম হয়। এতে দীর্ঘ দূরত্বে ডেটা ট্রান্সমিশন আরও কার্যকর হয়।

২০২৩ সালে এই গবেষণা দল একই গতি অর্জন করেছিল, তবে সেটি ছিল মাত্র এক-তৃতীয়াংশ দূরত্বে। এবার তারা একাধিক বার ডেটা সিস্টেমের মাধ্যমে সংকেত পাঠিয়ে ও বাড়তি অ্যাম্পলিফায়ার ব্যবহার করে সিগন্যাল শক্তি বাড়িয়ে দূরত্বও বাড়াতে সক্ষম হয়েছেন।

এই রেকর্ড ২০২৫ সালের ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ৪৮তম অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কনফারেন্সে উপস্থাপন করা হয়, বলে জানায় জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (এনআইসিটি)।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স (প্রযুক্তি ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য