বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ মাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মারধরের শিকার হন।ঘটনাটি ঘটে ১১ জুন,শুক্রবার রাত সাড়ে আটটায় রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে। পরে ভুক্তভোগীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ নামে এক শিক্ষার্থী তার মাকে হাসপাতালে ভর্তির জন্য জরুরী বিভাগে নিয়ে আসেন। ভর্তির জন্য ত্রিশ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করলে রিয়াদ দিতে অস্বীকার করেন। এবং এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে হাসপাতালের পনের হতে ষোল জন এসে রিয়াদকে মারধর করে। পাশে থাকা রিয়াদের ছোট ভাই তাকে উদ্ধার করতে গেলে তিনিও মারধরের শিকার হন।
ভুক্তভোগী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ জানান, আমার মা কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আমি ও আমার ভাই রাশেদ আমার মাকে ডায়ালাইসিসের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে আসি। বাড়তি টাকা দিতে অস্বীকার করায় জরুরী বিভাগের সামনে প্রায় পনের থেকে ষোল জন আমাকে বেধড়ক মারধর করে। সে সময় ভাই রাশেদ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ ঘটনার বিচার দাবি করেন ও বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়ায় তারা আমাদের গুম করার হুমকি দেয়। মোবাইল দিয়ে তাদের ছবি তোলার চেষ্টা করলে তারা মোবাইল নিয়ে নেয়। যদিও চলে যাওয়ার সময় তারা মোবাইল ফেরত দেয়।শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মেডিকেল প্রশাসনের কাউকে পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছেন, ভিকটিম পক্ষ চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবে।পরে পুলিশি নিরাপত্তায় শিক্ষার্থী রিয়াদ ও তার মাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মেডিকেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই আপেল বলেন, আমি বর্তমানে ঐ শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করছি। বিষয়টি থানার বড় অফিসারকে জানিয়েছি। তারা এসে বিষয়টি দেখবেন।বেরোবি প্রক্টর জনাব,গোলাম রব্বানী বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
এই ঘটনার প্রেক্ষিতে ১২ জুন, ২০২১ শনিবার বিকাল চারটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মোঃরিয়াজুল ইসলাম রিয়াদকে অন্যায়ভাবে রংপুর মেডিকেল স্টাফদের হাতে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।