28.8 C
Rangpur City
Sunday, March 23, 2025
Google search engine
Homeখেলাধুলাবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা

শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন ডিয়েগো আলমাদা।

এদিন মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল আর্জেন্টিনা। এখন প্রয়োজন ১ পয়েন্ট। যেটা আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে নিশ্চিত করতে হবে।

বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে, ইকুয়েডর ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

ম্যাচে বল পজিশনে উরুগুয়ের আধিপত্য থাকলেও পরে জ্বলে ওঠে আর্জেন্টিনা। তবুও প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা।

এরপরই ম্যাচে দুই দলই জড়িয়ে পড়ে হাতাহাতিতে। এক পর্যায়ে উরুগুয়ে মিডফিল্ডার নাহিতান ন্যান্দেজকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৬৯ মিনিটে সিমিওনের বদলি নামা গঞ্জালেস।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য