24.1 C
Rangpur City
Monday, May 19, 2025
Google search engine
Homeসারাদেশবিমানের ফ্লাইটে বিনা টিকিটে ওঠার চেষ্টা

বিমানের ফ্লাইটে বিনা টিকিটে ওঠার চেষ্টা

সোমবার (১৯ মে) বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী কক্সবাজার যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার সময় ধরা পড়েছেন। পরে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আমান।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার হন।

বোর্ডিং পাস না নিয়েই দ্বিতীয় ধাপও পার হন তিনি। এরপর বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কার্ড দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।

এ দিকে কঠোর নিরাপত্তার মধ্যে কীভাবে ওই ব্যক্তি এতদূর পর্যন্ত যেতে পারলেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।।এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। (ডেস্ক নিউজ

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য