বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)। দীর্ঘ এক যুগ পর চতুর্থবারের মতো বদলে যাচ্ছে এই লিগের নাম।
গতকাল (২৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভা এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধির সঙ্গে আলোচনা করে এই লিগের নতুন নামকরণ করা হয়েছে।
নতুন মৌসুম শুরুর আগের দিন বদলে গেল দেশের শীর্ষ ফুটবল লিগের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভায় নানা মতামতের পর ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা হয়।
তাদের মতামতের প্রেক্ষিতে বাফুফে সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিকেলে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) চুড়ান্ত অনুমোদন দেন। এই নিয়ে চতুর্থবার দেশের এই পেশাদার লিগের নাম পরিবর্তন করা হলো।
দীর্ঘদিন থেকেই এই পেশাদার ফুটবল লিগের নাম পরিবর্তনের দাবি দেশের ক্রীড়াপ্রেমীদের। মূলত দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে নাম মিলে যাওয়ায় ইন্টারনেটে সার্চ দিলে গোলমেলে অবস্থায় পড়তে হয় ক্রীড়াপ্রেমীদের।
এই কারণের পাশাপাশি ঘরোয়া ফুটবল লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্যও নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে। নাম বদলের পাশাপাশি লোগোতেও পরিবর্তন আনা হচ্ছে। (স্পোর্টস ডেস্ক