24.1 C
Rangpur City
Monday, October 13, 2025
Google search engine
Homeখেলাধুলাবিপিএলে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ

বিপিএলে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি।

বিপিএলের গত মৌসুমে অংশ নিয়েছিল ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে এবার বিপিএলের কার্যক্রম নতুনভাবে শুরু করতে হচ্ছে। কারণ, আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ৩ বছরের চুক্তি শেষ হয়ে গেছে।

তাই আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। কারণ, নিয়ম অনুযায়ী অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল থাকলেই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব।

শনিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের কাছ থেকে Expressions of Interest (EOI) আহ্বান করেছে বিসিবি। পত্রপত্রিকায় বিজ্ঞাপনও যাবে রোববার। এই অধিকার দেওয়া হবে টানা পাঁচ মৌসুমের জন্য—অর্থাৎ বিপিএলের ১২তম থেকে ১৬তম আসর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বিসিবি মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নামও প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবে। অঞ্চলগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের মধ্যে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে বাছাই করা হবে। নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, সুনাম এবং লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে কৌশলগত সামঞ্জস্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য