34.5 C
Rangpur City
Monday, September 1, 2025
Google search engine
Homeখেলাধুলাবিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে থাকছে যুক্তরাষ্ট্রের যে কোম্পানি

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে থাকছে যুক্তরাষ্ট্রের যে কোম্পানি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগে জানা গিয়েছিল বিতর্ক এড়াতে বিদেশি ম্যানেজমেন্ট কোম্পানিকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে।

যেখানে তিনটি প্রতিষ্ঠানের নাম সামনে এলেও যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি’ কে বেছে নিয়েছে বিসিবি।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
এই সিদ্ধান্ত নিয়েছেন।

অবশ্য আইএমজি তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেও বিসিবির সাথে তাদের কত টাকায় রফা হলো, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ আইএমজি কত অর্থ পাবে? বিসিবিকে কত টাকা দিতে হবে? তা এখনও খোলাসা করা হয়নি।

এর আগে বিপিএলের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের খোঁজে বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল বিসিবি। যেখানে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।

মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায় তিনটি প্রতিষ্ঠান। সেখান থেকেই বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

জানা গেল আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের আএমজি কোম্পানি। তিন মৌসুমের চুক্তিতে বিসিবির সঙ্গে যোগ দিচ্ছে আইপিএলেও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা মার্কিন কোম্পানিটি। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য