বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই হট ফেভারেট দল রংপুর ও বরিশাল। এরইমধ্যে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, তাওহীদ হৃদয়, জাহানদাদ খান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি ও তানভীর ইসলাম।
রংপুর একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), তাওফিক খান, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ ও কামরুল ইসলাম।
চলতি আসরে ইতোমধ্যে একবার মুখোমুখি হয়েছিল এ দুদল। সেখানে রংপুরের কাছে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। মিরপুরের হোম অব ক্রিকেটের প্রথম দেখায় ৮ উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারায় রংপুর। আসরে এটাই বরিশালের একমাত্র হার।
অন্যদিকে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। দলটার পারফরম্যান্সে ইতোমধ্যে গায়ে লেগেছে হট ফেবারিটের তকমা। তবে সিলেট পর্বে এসে আগের ম্যাচের প্রতিশোধ নিতে চাইবে তামিম বাহিনী।