20.4 C
Rangpur City
Sunday, December 14, 2025
Google search engine
Homeখেলাধুলাবিজয় দিবসে প্রীতি ম্যাচ, বিসিবির খেলবেনযারা।

বিজয় দিবসে প্রীতি ম্যাচ, বিসিবির খেলবেনযারা।

মহান বিজয় দিবসে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাছে সাবেকদের ক্রিকেট ম্যাচ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। আগের মতো দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ নামে দুই দলে ভাগ হয়ে অংশ নেবেন দেশের সাবেক ক্রিকেটাররা। ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী এই ম্যাচের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এক নজরে দুই দলের স্কোয়াড-
শহীদ জুয়েল একাদশ : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন ম্নির, এনামুল হক মণি, রকিবুল হাসান।
কোচ : গোলাম ফারুক শুরু ফিজিও : আবু হানিফ টিম সহকারী : মিলন খান শহীদ মুশতাক একাদশ : হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম, জামাল বাবু।কোচ : দিপু রায় চৌধুরী ফিজিও : এনামুল হক টিম সহকারী : আলমগীর হোসেন

(স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য