কেলেঙ্কারিতে অভিযুক্ত চার নেতার গ্রেফতারি প্রসঙ্গে টুইট-প্রতিক্রিয়ায় করোনা পরিস্থিতিতে আইন মেনে চলার জন্য তৃণমূল কর্মীদের কাছে আবেদন জানাালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে সোমবার আইনি পথে লড়াই চালানোর বার্তা দিয়েছেন তিনি। অভিষেক সোমবার দুপুরে টুইটারে লেখেন— ‘বাংলার এবং বাংলার জনগণের বৃহত্তর স্বার্থে আমি সকলের কাছে আইন মেনে চলার ও লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ না ভাঙার আবেদন জানাচ্ছি। বিচার ব্যবস্তার প্রতি আমাদের চূড়ান্ত আস্থা রয়েছে এবং আইনি পথেই আমাদের লড়াই চলবে’।
আনন্দবাজার