14.4 C
Rangpur City
Wednesday, January 15, 2025
Google search engine
Homeরাজনীতিবিএনপি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় : মির্জা ফখরুল

বিএনপি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় : মির্জা ফখরুল

দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব।

এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। বলেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। (সংগৃহীত)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য