ইউনুছ কবির :
স্বাস্থ্যবিধি মেনে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে আটটায় রংপুর কোর্ট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক মোঃ আসিব আহসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এছাড়া রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯ টা ও ১০ টায় দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রংপুর নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদসমূহে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে মোনাজাতে দেশের কল্যাণ ও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।