29.8 C
Rangpur City
Tuesday, May 6, 2025
Google search engine
Homeখেলাধুলাবার্সেলোনা-রিয়াল ভায়োদলিদের ম্যাচে ঘটলো একঅদ্ভুত কান্ড!

বার্সেলোনা-রিয়াল ভায়োদলিদের ম্যাচে ঘটলো একঅদ্ভুত কান্ড!

শনিবার রাতে (৩ মে) লা লিগার ম্যাচে বার্সেলোনা রিয়াল ভায়োদলিদের বিপক্ষে মাঠে নেমেছিল ।
তবে গ্যালারিতে থাকা সমর্থকেরা এ ম্যাচে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন। ম্যাচের তখন মাত্র ১২ মিনিট, আর তখনই গ্যালারি থেকে ঝরতে শুরু করলো ইউরো নোটের বৃষ্টি। সেইসঙ্গে সমর্থকেরা স্লোগান দিতে থাকেন, ‘রোনালদো বাড়ি যাও’।

রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদের পুরোটাই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সবগুলো নোটই ছাপানো হয়েছে রোনালদোর একটি ছবি দিয়ে। এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম’।

৬০ হাজার নোটগুলো মাঠ থেকে সরাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মাঠকর্মীদের। এর জন্য কিছু সময় বন্ধ ছিল খেলা। খেলা শুরু হয়ে শেষ পর্যন্ত অবশ্য ২-১ গোলে ম্যাচটি জিতেছে বার্সেলোনা। তবে এই হারের আগেই অবনমন হয়েছে ভায়াদোলিদের। মূলত ক্লাবটির অবনমন হয়ে যাওয়ার কারণেই রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন সমর্থকেরা।

এ রোনালদো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো নয়, তিনি হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তিনি রিয়াল ভায়োদলিদের একাংশের মালিক। ২০১৮ সালে ৩ কোটি ইউরোতে ক্লাবটির মালিকানা কিনেছিলেন রোনালদো নাজারিও।

মাঠে নোট ছুড়ে মারার সময় সমর্থকেরা স্লোগান দিতে থাকেন, রোনালদো বাড়ি যাও। মূলত রিয়াল ভায়োদলিদের সভাপতি ও একাংশের মালিক ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিওকে বাড়ি ফিরে যেতে বলেছেন দর্শকরা।

হিসাব অনুযায়ী ৫০০ ইউরোর ৬০ হাজার নোট মানে ৩ কোটি ইউরো। অর্থাৎ, যে পরিমাণ অর্থ দিয়ে ক্লাবের মালিকানা কিনেছিল রোনালদো, সেই পরিমাণ অর্থ তাকে ফেরত দিতে চেয়েছে সমর্থকেরা। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য