36.3 C
Rangpur City
Monday, April 14, 2025
Google search engine
Homeখেলাধুলাবার্সেলোনা রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে

বার্সেলোনা রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে

শিরোপার পথে আরোএকধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে লেগানেসের মাঠে স্বাগতিকদের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে কাতালানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

১২ ম্যাচে অপরাজিত থাকা বার্সার পয়েন্ট এখন ৭০। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল এখনও তাদের চলতি রাউন্ডের ম্যাচ খেলেনি।

লেগানেসের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না বার্সার জন্য। প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও ফলাফল শূন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৮ মিনিটে রাফিনহার ক্রস রবার্ট লেভান্ডোভস্কির উদ্দেশে হলেও বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালেই পাঠিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সাএন্স।

এরপর লেগানেস একাধিকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। একবার গোল পেয়েও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বার্সাও আরও একটি গোলের সুযোগ তৈরি করে, তবে লামিন ইয়ামাল শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন।

ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘এটা আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল, কিন্তু জয়টা দারুণ গুরুত্বপূর্ণ। গত কিছু সপ্তাহে খেলোয়াড়রা যেভাবে খেলছে, তাতে আমি গর্বিত। আমাদের আরও উন্নতি করতে হবে, কিন্তু তিন পয়েন্টই সবচেয়ে বড় ব্যাপার।’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য