23.4 C
Rangpur City
Wednesday, January 8, 2025
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাবার্ড ফ্লু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন তথ্য

বার্ড ফ্লু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন তথ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্রে প্রথমবার এইচ৫এন১ বার্ড ফ্লু-তে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেলেও সাধারণ জনগণের জন্য ঝুঁকি কম রয়েছে।

বিশেষজ্ঞদের মতামত-মৃত ব্যক্তি ছিলেন ৬৫ বছর বয়সেরও বেশি এবং তার স্বাস্থ্যজনিত অন্যান্য জটিলতা ছিল। লুইজিয়ানার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বাড়িতে উন্মুক্তভাবে পালন করা মুরগি ও বন্য পাখির সংস্পর্শে আসার পর গত বছর ডিসেম্বরে তিনি হাসপাতালে ভর্তি হন। খবর রয়টার্স

গত বছর এপ্রিল থেকে বর্তমান পর্যন্ত যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লু আক্রান্ত মানুষের সংখ্যা ৭০ জন। এদের বেশিরভাগই খামারে কর্মরত শ্রমিক।যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)জানিয়েছে- ভাইরাসটি পোলট্রি ও দুগ্ধ খামারের প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মার্কিন ফেডারেল ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা একমত যে সাধারণ জনগণের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনো কম মাত্রায় রয়েছে।

ডব্লিউএইচও-র মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে আমরা সাধারণ জনগণের জন্য ঝুঁকির পরিমাণ বিবেচনায় রাখছি এবং তা এখনো কম বা সহনীয় মাত্রায় রয়েছে।’যুক্তরাষ্ট্রে ভাইরাস পর্যবেক্ষণ যথেষ্ট কি না, এমন প্রশ্নের উত্তরে হ্যারিস বলেন, ‘তারা প্রচুর নজরদারি ও পর্যবেক্ষণ চালাচ্ছে। এজন্যই আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারছি।’
(ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য