27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeজাতীয়বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো
হয়- ২৯ জানুয়ারি,২০২৫, বুধবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় পুরস্কারের জন্য আগের ঘোষিত তালিকা থেকে তিন নাম বাদ দিয়ে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। এরপর ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়।

২৬ জানুয়ারি,রবিবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে তালিকা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজম।

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিয়েছন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১ফেব্রুয়ারি,
২০২৫,শনিবার বিকেলে অমর একুশে বই মেলা উদ্বোধনের পর তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। কবিতায়- মাসুদ খান। নাটক ও নাট্যসাহিত্যে- শুভাশিস সিনহা। প্রবন্ধ/গদ্যে-সলিমুল্লাহ খান।
অনুবাদে-জি এইচ হাবীব। গবেষণায়-মুহম্মদ শাহজাহান মিয়া। বিজ্ঞানে-রেজাউর রহমান।
ফোকলোরে-সৈয়দ জামিল আহমেদ। (ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য