তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক দিমুথ করুণারাত্নেকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরাকে। কুশল মেন্ডিসকে করা হয়েছে সহ-অধিনায়ক।
১৮ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি অনেক অভিজ্ঞ ও নিয়মিত খেলোয়াড়ের। আগামী ১৬ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরে তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ১৯ মে থেকে অনুশীলন শুরু করবে তারা। দুদলের মধ্যকার প্রথম ওয়ানডে ২৩ মে।
শ্রীলঙ্কা স্কোয়াড
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শিরান ফার্নান্দো।
সূত্র: ক্রিকবাজ