আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম টি- টোয়েন্টিতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে, পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট ও ওয়ানডেতে হারের পর টাইগারদের সামনে মান বাঁচানোর শেষ সুযোগ এটি।
মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৯ রানে হারের সঙ্গে সিরিজ পরাজয়ও নিশ্চিত হয় বাংলাদেশের।
লঙ্কানদের বিপক্ষে সবশেষ মুখোমুখি ৫ টি-টোয়েন্টি ম্যাচে ২ জয়ের বিপক্ষে ৩টিতেই হার বাংলাদেশের। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছিলো টাইগাররা।
বুধবার সারাদিন হোটেলে বিশ্রাম শেষে রাত ৮টায় অনুশীলনে নামবে টাইগাররা। অধিনায়ক হিসেবে এটি লিটন দাসের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ।
এই ফরম্যাটে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
অপরদিকে, টেস্ট-ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে স্বাগতিক শিবির থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। (স্পোর্টস ডেস্ক)