বাংলার জনগনের ভাগ্য বদলের রুপকার মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা বিশ্বাষ আর সততার প্রতিক বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এম পি মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় এর সুযোগ্য নেতৃত্বে এই প্রথম বাংলাদেশ রপ্তানীতে ৫০ বিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে. মাননীয় মন্ত্রী
২৩/২৪ অর্থবছরে আশা করছেন এবং অর্জন করার জন্য ঘোষনা দিয়েছেন ৮১ বিলিয়ন রপ্তানীর .তিনি বর্তমান অর্জন এর জন্য দেশের শিল্পপতি,রপ্তানিকারক,শ্রমিকদের কৃতিত্ব হিসাবে দেখছেন.তাছাড়া তার মন্ত্রনালয় দক্ষতার সহিত ভূমিকা পালন করেছেন বলে তাদের অভিনন্দন জানান ।