শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনায় বলা হয়- বৈধ মাধ্যম হতে বৈদেশিক মুদ্রা ক্রয়ে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রা বিক্রয়ের সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তফসিলি ব্যাংকগুলো শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায়ের পাশাপাশি পৃথকভাবে সার্ভিস ফি বা চার্জ আদায়ের কারণে ব্যাংক হতে বৈদেশিক মুদ্রা ক্রয়ে গ্রাহক নিরূৎসাহিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মাধ্যম হতে এ বিষয়ে অবহিত হয়েছে।
এতে আরো বলা হয়েছে- বৈধ মাধ্যম হতে বৈদেশিক মুদ্রা ক্রয়ে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রা বিক্রয়ের সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায়ের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে: ১. এনডোর্সমেন্ট ফি বা চার্জ হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করা যাবে। ২. এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি বা চার্জ বা অনুরূপ যে কোন নামে অতিরিক্ত কোন ফি, চার্জ বা কমিশন আদায় করা যাবে না।
ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হলো। নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। (ডেস্ক নিউজ)