নিউজ ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এর উপমহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম আকন্দ। গত ২৭ মে নির্দেশের মাধ্যমে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে বিআইবিএম-এ বহাল করা হয়।তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ব্যাংকিং ডিপেস্নামা ডিগ্রি অর্জন করেন।তিনি বাংলাদেশ ব্যাংক বগুড়া, রংপুর অফিসের বিভিন্ন শাখা বিভাগে ও প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এ দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত উদ্যোগে তিনি ভারত, মালয়েশিয়া, তুরস্ক ও যুক্তরাজ্য ভ্রমণ করেন।