বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছে ফাতিমা সানার নেতৃত্বাধীন দলটি। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে টানা চার ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ নিশ্চিতে বাকি রয়েছে আর একটি স্পট। সেই জায়গাটির লড়াইয়ে রয়েছে তিনটি দল- বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। যদিও সেই লড়াইয়ে খানিকটা এগিয়ে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ ছিল টাইগ্রেসদের সামনে। কিন্তু ৩ উইকেটের হারে সে সমীকরণ কিছুটা জটিল করে তুলেছে।
রাউন্ড রবিন লিগে প্রতিটি দলের আর বাকি একটি করে ম্যাচ। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ জিতলে বাংলাদেশকে আর কোনো সমীকরণের ধার ধারতে হবে না।
৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় ও শেষ দল হিসেবেই তারা বিশ্বকাপে উঠে যাবে। কিন্তু যদি পাকিস্তানের কাছে বাংলার মেয়েরা হেরে যায়, তাহলেও বিশ্বকাপে ওঠার সুযোগ থাকবে। তবে তখন পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে।
সেক্ষেত্রে বিশ্বকাপে উঠতে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। (স্পোর্টস ডেস্ক)