বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে দুইটি প্রীতি ম্যাচ খেলছে আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে। প্রথম ম্যাচে শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে পরাজিত।
থাইল্যান্ড নারী দল নিয়মিত এশিয়া কাপ খেলতে অংশগ্রহণ করে থাকলেও এবার তারা ভারতের কাছে হেরে এশিয়া কাপে সুযোগ পায়নি। ফিফা র্যাংকিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩, যেখানে বাংলাদেশের অবস্থান ১০৪। বাংলাদেশ এবার প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ নিশ্চিত করেছে।পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ ২৭ অক্টোবর।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ একটি গোল খেয়েছে। দ্বিতীয়ার্ধে স্বাগতিক থাইল্যান্ড আরও দুইটি গোল যোগ করে। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ শূন্য থেকে থাইল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী হয়।
ফিফা স্বীকৃতিপ্রাপ্ত এই ম্যাচ ক্লোজড ডোরে অনুষ্ঠিত হয়, তাই সরাসরি লাইভ সম্প্রচার করা হয়নি। বাফুফে মিডিয়া বিভাগ তথ্য সরবরাহ করলেও গোলদাতা ও গোলের সময় উল্লেখ করেনি।
বাংলাদেশ ও থাইল্যান্ডের এই বৈরী প্রতিদ্বন্দ্বিতা এক যুগ পর পুনরায় ফুটবল ময়দানে ফিরে এসেছে। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে থাইল্যান্ড ৯-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। এবারও ৩-০ ব্যবধানে বাংলাদেশ হেরেছে।
(স্পোর্টস ডেস্ক)






