বাংলাদেশে অত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার বা সেন্টার অব এক্সিলেন্স নির্মাণ করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। জমি খুঁজছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অবশেষে কক্সবাজারের খুনিয়াপালংয়ে উপযুক্ত জমি খুঁজে পেয়েছে বাফুফে। ২০ একরের সেই জমি বাফুফেকে বরাদ্দ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। জমির আনুষ্ঠানিকতা বুঝে পাওয়ার পর বাফুফেকে সঙ্গে নিয়ে কাজ শুরু করে দেবে ফিফা। সেজন্য টেকনিক্যাল সেন্টারটির পেছনে ৩ থেকে ৩.৫ মিলিয়ন ডলার খরচ করবে তারা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকা বা তার চেয়েও বেশি হতে পারে।