23.6 C
Rangpur City
Sunday, October 26, 2025
Google search engine
Homeসারাদেশবাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

আগস্টে না এলেও, ডিসেম্বরের শেষদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো শীর্ষ নেতার এটি হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর; যা কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে।

রবিবার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

অ্যান্তনিও আলেসান্দ্রো বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী। অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় আলোচনায় স্থান পাবে।

নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইতালি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদ এবং নির্বাচন আয়োজনের কর্মপ্রক্রিয়ায় ইতালির সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা সফরের কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে সৃষ্ট জটিলতার কারণে সে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর স্থগিত করা হয়। (ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য