25.3 C
Rangpur City
Wednesday, July 16, 2025
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশের ৪-১ গোলে জয়লাভ

বাংলাদেশের ৪-১ গোলে জয়লাভ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। ভুটান পাত্তা পেলো না বাংলাদেশের কাছে।

কোচ পিটার বাটলার আজ বেঞ্চের ফুটবলারদের পরখ করেছেন। নেপালের বিপক্ষে ম্যাচের ফুটবলারদের মধ্যে একাদশে আছেন মাত্র দুজন- বন্যা খাতুন ও শান্তি মারডি।

গোলকিপার পজিশনে স্বর্ণা রানী মন্ডলের পরিবর্তে প্রথমবার দেখা মিললো মিলি আক্তারের। অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে সুরমা জান্নাতের হাতে দেখা গেল আর্মব্যান্ড।

লাল কার্ডের কারণে এমনিতেই দলে নেই মোসাম্মৎ সাগরিকা। ম্যাচের ২ মিনিটে তৃষ্ণা রানীর শট আটকে যায় কাদায়। এরপর ৭ মিনিটে শান্তি তিনবারের চেষ্টায় গোল দিয়েছে। ভেজা মাঠে বল আটকে যাচ্ছিল বক্সের মধ্যে। প্রথমবার ভুটানের গোলকিপার পেমা ইয়াংজম শান্তির শট আটকে দেয়। পরের দুবার চেষ্টা করে অবশেষে গোল পান বাংলাদেশি ফরোয়ার্ড।

শেষ ৪৫ মিনিটে বাংলাদেশ আরো তিন গোল দেয়।
ম্যাচের বাকি সময়ে আসলে কাদাময় মাঠে দুই দলের ফুটবলাররা শুধু বলের পেছনে দৌড়েছেন। কিন্তু স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারেননি।

এরপরও বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। বিরতির খানিক আগে বাম প্রান্ত দিয়ে শান্তি কয়েকবার আক্রমণ চালান। সেই বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি বন্যা আক্তার ও রূপা আক্তার। দ্বিতীয়ার্ধে ভিন্ন ভেন্যুতে খেলা হয়।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য