স্পোর্টস ডেস্ক –
আগামী ৩০ সেপ্টেম্বর,বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া বিশ্বকাপ আসরের শ্রেষ্ঠত্বের লড়াই। হাইব্রিড মডেলে পাকিস্তান-শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। প্রথম চারটি ছাড়া বাকি সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।
বাংলাদেশ গত এশিয়া কাপে দল হিসেবে তেমন সুবিধা করতে না পারলেও ওই আসরে বেশ আলো কেড়েছিলেন মাসুদুর রহমান মুকুল। বাংলাদেশী এই আম্পায়ার মুগ্ধ করেছিলেন অসাধারণ সব সিদ্ধান্ত দিয়ে। এবারের এশিয়া কাপেও দেখা মিলবে তার।
গ্রুপ পর্বে শুধু একটি ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন মুকুল।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাসুদুর রহমান মুকুল অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের এই আম্পায়ার। মুকুলের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গেফানি।