আসাদুজ্জামান ফাহিম-
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট, রংপুর জোন এক আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে বাঁধনের স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের স্বেচ্ছাসেবীরা জানান, “এটি শুধু ইফতার আয়োজন নয়, বরং একে অপরের পাশে থাকার এবং সমাজের কল্যাণে কাজ করার একটি অনুপ্রেরণা। আমরা রক্তদান ও মানবসেবার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চাকেও গুরুত্ব দিই।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাঁধনের স্বেচ্ছাসেবীদের নিরলস মানবসেবামূলক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়িয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখে।