28.7 C
Rangpur City
Tuesday, May 13, 2025
Google search engine
Homeখেলাধুলাবর্ষসেরা দল ঘোষণা আইসিসি'র

বর্ষসেরা দল ঘোষণা আইসিসি’র

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল— আইসিসি
বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় আইসিসির অফিসিয়াল সাইটে একাদশের তালিকা প্রকাশ করা হয়।

একাদশের ১০ জনই এশিয়ান। সর্বোচ্চ চারজন লঙ্কানের সাথে ৩ পাকিস্তানি, ৩ আফগান ও এক ক্যারিবিয়ান রয়েছে দলে। জায়গা হয়নি ভারত-বাংলাদেশসহ সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর কোনো খেলোয়াড়ের।

বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আইসিসি রেখেছে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে। উইকেটকিপিংয়ের দায়িত্বে আরেক লঙ্কান কুশল মেন্ডিস।

ওপেনিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুবের সঙ্গে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তিন নম্বরে পাথুম নিশাঙ্কা ও চারে কুশলকে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে আসালাঙ্কা, ছয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড।

সাতে রাখা হয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ আছেন পরের দুই অর্ডারে। স্পিনার হিসেবে সেরা একাদশে সুযোগ পেয়েছেন আফগানিস্তানের আল্লাহ মোহাম্মদ গজনফার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ ২০২৪— সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) , চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ গাজনফার। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য