২৬/১২/২০২১ ইং তারিখে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ নং মধুপুর ইউনিয়নের “আনারস” প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আয়নাল হক অভিযোগ করেন যে, তিনি ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নির্বাচনী প্রতীক ছিল “আনারস”। প্রথমবার ১১ হাজার এবং দ্বিতীয়বারে সাড়ে ১০ হাজার ভোটে জয়লাভ করেন বলে তিনি জানান। এবারের ভোট নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন যে, এবারের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। তিনি অভিযোগ করে বলেন যে, ১০ নং মধুপুর ইউনিয়নের ৬ টি ওয়ার্ডের ভোট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গণনা শেষ হলে তিনি সেখানে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে দেয়া হয় না। তিনি আরো জানান যে, রায় প্রকাশের পর তিনি পুনঃ ভোট গণনার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করেন এবং লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। তিনি তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, সরকার সুষ্ঠু নির্বাচন পরিচালনা করলেও স্থানীয় কিছু অসাধু ব্যক্তির কারণে এই ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। এই নির্বাচনের ফলাফলে তিনি সন্তুষ্ট নন। তিনি সরকারের কাছে আকুল আবেদন করছেন, যেন এই ইউনিয়ন পরিষদে পুনঃ নির্বাচন দেয়া হয়।
বদরগঞ্জের ১০ নং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আয়নাল হক এর অভিযোগ
RELATED ARTICLES