28.7 C
Rangpur City
Wednesday, May 14, 2025
Google search engine
Homeআবহাওয়াবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি'র শঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি’র শঙ্কা

টানা তাপপ্রবাহে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে উঠেছে মানুষের জনজীবন। মাঝেমধ্যে ক্ষণস্থায়ী বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে আনলেও আবারো নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া গেছে। এ অবস্থায় বঙ্গোপসাগরে বড় একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা জেগে উঠেছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘শক্তি’

বিশেষজ্ঞদের মতে- পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা, বরিশাল, এবং চট্টগ্রাম বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি, দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া সময়ের ব্যাপার মাত্র। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, মে মাসের তৃতীয় সপ্তাহে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে।

‘শক্তি’ নামটি শ্রীলংকার পক্ষ থেকে প্রস্তাবিত। ঘূর্ণিঝড়টির আনুষ্ঠানিক নাম এখনো ঘোষণা না হলেও, পূর্বাভাস অনুযায়ী এটিই হতে যাচ্ছে নাম। আবহাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৬ মে’র মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। সম্ভাব্য আঘাত হানার এলাকা ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল।

এদিকে ঘূর্ণিঝড় ‘শক্তি’র সম্ভাব্য আঘাতের সময়কাল সামনে রেখে বঙ্গোপসাগরের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি বঙ্গোপসাগরে যেসব প্রতিকূল অবস্থা দেখা যাচ্ছে, যেমন: নিম্নচাপ, বাতাসের আর্দ্রতা বৃদ্ধি, এবং গড় তাপমাত্রার পরিবর্তন—এগুলো সবই একটি ঘূর্ণিঝড় গঠনের পূর্বাভাস দেয়। তবে, ঘূর্ণিঝড়ের লক্ষণ এখন পর্যন্ত স্পষ্ট হয়নি।
(আবহাওয়া ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য