মঙ্গলবার (১৩ মে) ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসর। এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ১২টি ছবি।
আঁ সেঁর্তা রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি ছবি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৯টি ছবি। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি ছবি। লা সিনেফ শাখায় রয়েছে ১৬ টি। তবে এবার কোনো কোরীয় ছবি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল।
২০২৩ সালে একই নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সিজার পুরস্কার করেছিলেন আমেলি বোনাঁ। এবার তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র Partir un jour নিয়ে হাজির হয়েছেন কান উৎসবের উদ্বোধনী মঞ্চে।
ওয়েস অ্যান্ডারসন, জাফর পানাহি, কেলি রেইকার্ড, জোয়াকিম ত্রিয়ার, জুলিয়া দুকুর্নো, দার্দেনের মত বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে প্রতিযোগিতায় থাকা ২২টি ছবির পাশে এক নতুন নামই হচ্ছে আমেলি বোনাঁ। এবং তারই ছবি দিয়ে শুরু হচ্চে উৎসব। যদিও এটি প্রতিযোগিতার বাইরের একটি পার্ট। প্রতিযোগিতার বাইরের হলেও এর গুরুত্ব কম নয়।
সাধারণত কান উৎসবের উদ্বোধনী ছবি হয়ে থাকে বড় বাজেটের, তারকাসমৃদ্ধ, জনপ্রিয় কোনো চলচ্চিত্র। কিন্তু এবার সেই ধারা ভেঙে এক নবীন, অপরিচিত পরিচালকের প্রথম ছবি দিয়েই যাত্রা শুরু করছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসব।
আমেলি বলেন, “আমরা আশা করেছিলাম অন্তত কোনো পার্শ্ব নির্বাচন তালিকায় জায়গা পাবো। কিন্তু ৯ এপ্রিল, উৎসবের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগের দিন, সহ-প্রযোজক সিলভি পিয়ালা আমাদের ফোন করে বললেন, ‘তোমরা কি উৎসবের উদ্বোধনী ছবি হতে চাও?’ আমি ভাবলাম ওটা নিশ্চয়ই একটা রসিকতা। পরে দেখি না সত্যি সত্যিই”।
উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার প্রদান করা হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।
(বিনোদন ডেস্ক)