37.1 C
Rangpur City
Monday, March 17, 2025
Google search engine
Homeবিভাগীয় খবরফেব্রুয়ারি মাসে শুরু থেকেই রংপুর নগরীতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

ফেব্রুয়ারি মাসে শুরু থেকেই রংপুর নগরীতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

মো: সাকিব চৌধুরী

ফুল ভালোবাসা, সৌন্দর্য, বিশুদ্ধতা ও শ্রদ্ধার প্রতীক। ফেব্রুয়ারি মাসটি একদিকে যেমন ফালগুনের, ভালোবাসার, অন্যদিকে শ্রদ্ধার। এ মাসে প্রথম সপ্তাহ থেকেই শুরু হয় বিভিন্ন দিবস এর মধ্যে রয়েছে ভালোবাসা দিবস, পহেলা ফালগুন ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর বিশেষ দিন রয়েছে। মাসটিকে ঘিরে তাই ফুলের বেচা-বিক্রি হয় জমজমাট। এ মাসটি ফুল ব্যবসায়ীদের জন্য সিজন হিসেবে খ্যাত।

রংপুরে প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ফুল ব্যবসায়ীরা বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ মাসের শুরু থেকেই ভালোবাসার বিভিন্ন বিশেষ দিনকে কেন্দ্র করে প্রিয়জনকে ফুলের উপহার দিতে মানুষ ফুল কিনে থাকেন। নব দম্পতি থেকে শুরু করে প্রায় প্রতিটি সংসারেই প্রিয়জনকে বিশেষ দিনে ফুল দেওয়াটা যেন ভালোবাসার এক অন্যরকম প্রকাশ। এছাড়া ফেব্রুয়ারি বিয়ের জন্যও বিশেষ মাস, এ মাসে অনেক বিয়ের আয়োজনও হয়ে থাকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রংপুর নগরীর পুলিশ লাইন্স, হনুমান তলা মোড়, নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকার একাধিক ফুল ব্যবসায়ীরা জানান, এ বছরও প্রতি বছরের মতো এ মাসকে টার্গেট করে ইতোমধ্যে পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে আগে থেকেই ফুলের অর্ডার দিয়ে রাখছেন তারা।

নগরীর পুলিশ লাইনস মোড় এলাকার ফুল ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, আগে শাপলা, গাঁদা, লাল গোলাপ ফুল দিয়ে মাথায় টোপর বানিয়ে পরা, হাতে ফুলের চুড়ির মতো করে পরা কিংবা লাল গোলাপের চাহিদা বেশি ছিল। এখন ক্রেতাদের পছন্দ বিদেশি ফুল টিউলিপ, লিলি, থাই গোলাপ। ব্যবসায়ীরা বিভিন এলাকার ফুল চাষীদের থেকে বিভিন্ন ধরনের ফুল কিনে এনেছে।

একই কথা জানালেন কয়েকজন ফুল ব্যবসায়ী। তারা জানান, এবার লাল গোলাপের পাশাপাশি সাদা ও অন্য রঙয়ের গোলাপ ফুল, রঙিন শাপলা, লিলি, টিউলিপের ব্যাপক চাহিদা রয়েছে। বেশি দামে ফুল কিনতে হয়েছে বলে বেশি দামে বিক্রিও করতে হবে

এ ব্যাপারে রংপুর নগরীর ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, এবার বিশ্ব ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারীসহ মাসব্যাপী নানান আয়োজনে ফুলের চাহিদা বাড়ায় কোটি টাকার ফুল বিক্রি হবে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য