০৮ জুন, বুধবার ২০২২
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দীর্ঘদিনের। বাংলাদেশের টেলিকম সেক্টর, নবায়নযোগ্য জ্বালানী খাত, ডিজিটাল হেলথ সেক্টর, ইন্টারন্টে কমিউনিকেশন টেকনোলজি সেক্টরে বিনিয়োগ ফিনল্যান্ডের জন্য লাভ জনক হবে। বাংলাদেশ ফিনল্যান্ডের বিনিয়োগ প্রত্যাশা করছে। ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি হতে পাবে। বাংলাদেশ এজন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে প্রস্তুত। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন ফরেন ডাইরেক্ট ইনভেষ্টমেন্ট প্রয়োজন। এজন্য দেশের স্পেশাল ইকনোমিক জোনগুলোতে বিনিয়োগে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। ফিনল্যান্ড এ সুযোগস গ্রহণ করতে পারে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ফিনিস চেম্বার গঠনে বাংলাদেশ সহযোতা প্রদান করবে।
বাণিজ্যমন্ত্রী (৮ জুন) ঢাকায় সরকারি বাসভনের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত (নন-রেসিডেন্স, নিউ দিল্লী ভিত্তিক) ফিনল্যান্ডের এ্যাাম্বাসেডর রিতা কউককু রোনডে (গৎং. জরঃধ কড়ঁশশঁ-জড়হফব) এর সাথে বৈঠকের সময় এসব কথা বলেন।
ঢাকার দায়িত্বপ্রাপ্ত নন-রেসিডেন্স, নিউ দিল্লী ভিত্তিক ফিনল্যান্ডের এ্যাাম্বাসেডর রিতা কউককু রোনডে বাংলাদেশের দ্রুত উন্নয়নের ভূঁয়োশি প্রশংসা করে বলেন, বাংলাদেশ দ্রুত উন্নতি করছে। বাংরাদেশের উন্নয়নে ফিনল্যান্ড খুশি। বাংলাদেশ দক্ষতার সাথে সফল ভাবে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করেছে। বাংলাদেশের সাথে ফিনল্যান ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে চায়। এজন্য ব্যবসায়ীদের একটি ফিনিস চেম্বার গঠন করা প্রয়োজন । যার মাধ্যমে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করা সহজ হবে। বাংলাদেশের টেলিকম সেক্টর, নবায়নযোগ্য জ্বালানী খাত, ডিজিটাল হেলথ সেক্টর, ইন্টারন্টে কমিউনিকেশন টেকনোলজি সেক্টরে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। ফিনল্যান্ডস এ সকল সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী।