20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeসারাদেশপ্রাপ্তি সংবাদ

প্রাপ্তি সংবাদ

গত ২০ জুন ২০২১ রাত আনুমানিক আট ঘটিকায় খুলনা শহরের বটিয়াঘাটা থানা এলাকা থেকে আরাফাত ১০ বছরের একটি ছেলেকে উদ্ধার করে নিজের হেফাজতে রেখেছেন কামরুল ইসলাম নামে একজন কাঠমিস্ত্রি। কামরুল ইসলাম মোবাইল ফোনে ২৬ জুন রাত ১১ টায় সত্যের কন্ঠ ২৪ কে জানান,উক্ত বাচ্চাটির বাড়ি রংপুরে বলে শিশুটি তাকে জানায়। শিশুটির বাবার নাম মহারাজা এবং মায়ের নাম নুরজাহান বেগম। শিশুটি আরও জানায় সে ক্লাস ওয়ানে পড়ত এবং তার একটি বড় বোন রয়েছে কিন্তু তার নাম সে বলতে পারেনি। সে এলাকার সঠিক ঠিকানা দিতে পারেনা শুধু বলে বাসার সামনে স্কুল এবং রেলওয়ে স্টেশনের কাছাকাছি।প্রধান সড়কে গাড়ি-ঘোড়া চলাচল করে। শিশুর গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৪ ফিট এবং রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। কামরুল ইসলাম আরও জানান তিনি গত ২৫ জুন ২০২১স্থানীয় বটিয়াঘাটা থানায় শিশুটিকে পাওয়ার একটি জিডি করেন যার নং ৯৬৮। এই সংবাদটি প্রচার এর পর উক্ত শিশুটির বাবা-মা অথবা নিকটাত্মীয়, পাড়া-প্রতিবেশী যদি শিশুটিকে শনাক্ত করতে সক্ষম হন তাহলে কামরুল ইসলাম এর মোবাইল নং ০১৭৩১২৭৭১১৫ অথবা বটিয়াঘাটা থানা খুলনায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। তিনি তার ঠিকানায় বলেছেন গ্রাম- তুষভান্ডার, ডাক- লক্ষীখোলা, থানা -বটিয়াঘাটা, উপজেলা- সদর, জেলা- খুলনা।

উল্লেখ্য যে, সত্যের কন্ঠ ২৪ কে সংবাদটি দেওয়ার আগে মোসাম্মৎ মনোয়ারা সুলতানা মলি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ২৬,২৭, ২৮ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন এবং পীরপুর জামে মসজিদ,আলমনগর, রংপুরের ইমাম – মোহাম্মদ হাফিজুর রহমান এর সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য