28.1 C
Rangpur City
Friday, November 7, 2025
Google search engine
Homeশিক্ষাপ্রাথমিক শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ছয়টি বিভাগের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো—রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক।

এই বিজ্ঞপ্তিতে ২০টি শর্তাবলি যুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ নম্বর শর্তে বলা হয়েছে, বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাঁদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে প্রার্থী যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা/ শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে।
এছাড়া প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সে উপজেলা/শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা/উপজেলা ভুল করলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। (শিক্ষা ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য