তুহিন চৌধুরী রাজনৈতিক- সাংস্কৃতিক - ক্রীড়া সংগঠক
দেশে নতুন প্রজন্মের অনেক উদ্দোক্তা স্বনির্ভর হওয়ার জন্য বেছে নিয়েছে পোলট্রি /মাছ/ডেইরি ব্যাবসা। কিন্তু করোনা মহামারির প্রভাবে ক্ষতির মুখে পড়েছে দেশীয় পোলট্রি শিল্প। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর হিসাব মতে, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফিড ইন্ডাস্ট্রিতে প্রায় ৫২৯ কোটি টাকা এবং সামগ্রিকভাবে পোলট্রি শিল্পে প্রায় ৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আর গত ১২ বছরের মধ্যে পোলট্রির দর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল এই দুর্যোগের কারণেই। ২০২০ সালের জুন মাসের সমীক্ষায় দেখা গেছে, ৩৫-৪০ শতাংশ ফিডের উত্পাদন এবং প্রায় ৪০-৫০ শতাংশ ওষুধ ও ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টের বিক্রি কমে গেছে।
এছাড়া যে গতি ফিরে এসেছিলো সরকারের নানামূখি পদক্ষেপ এর কারনে তা ছন্দপতন ঘটেছে করোনার প্রভাবে।প্রান্তিকভাবে যারা এ শিল্পের সাথে জড়িত তাদেরকে এখন লড়াই করে টিকে থাকতে হচ্ছে।এমতাবস্থায় উপজেলা ভিত্তিক চাষিদের খোঁজ নিয়ে সরাসরি সরকারী
তত্ববধানে সহযোগীতা করলে তারা অন্তত সাহসিকতার সহিত এই বিপদে ঘুরে দাঁড়াবার সুযোগ পাবে।