মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮সেপ্টেম্বর,গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ২৮ সেপ্টেম্বর ২০২১,মঙ্গলবার,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে রংপুর সহ সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
জাতি সংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদিতে তাঁর জন্মদিনে তিনি যুক্ত রাষ্ট্রে অবস্থান করছেন। মাননীয় প্রধানমন্ত্রী’র অনুপস্থিতিতেই ৭৫তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, রংপুর প্রশাসন,রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন,সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেন।
বিভাগীয় নগরী রংপুরে কর্মসূচীর তালিকায় ছিল কেক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, আলোচনা সভা, মিলাদ,দোয়া মাহফিল অনুষ্ঠান, এতিম ও দুস্থদের মাঝে খাবার,বিতরণ ও গণ টিকাদান কর্মসূচী।