31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরপ্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে অনলাইন গরুর হাট।

প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে অনলাইন গরুর হাট।

আমিরুল ইসলাম

৮জুলাই ২০২১ বৃহস্পতিবার রংপুর শহর থেকে আনুমানিক ৬ কিলোমিটার দূরবর্তী পীরগাছা উপজেলার দেউতি বাজার সংলগ্ন কুঠিয়ালপাড়ার মোহাম্মদ মিজানুর রহমানের বাড়িতে তার স্ত্রী মোসাম্মৎ রুবি’র নিবিড় তত্ত্বাবধানে সাতটি গরু কুরবানী ঈদকে সামনে রেখে লালন পালন করে যাচ্ছে। কোন প্রকার হরমোন, মোটাতাজাকরণ প্রক্রিয়া ছাড়াই শুধুমাত্র অধিকহারে সময়মতো এবং নিয়মিত পশুখাদ্য খাইয়ে গরুগুলিকে মোটাতাজা করানো হচ্ছে। সরেজমিনে দেখা যায় এগুলোর মধ্যে শাহীওয়াল, ব্রামো, ভারতীয় এবং দেশি শাহীওয়াল সহ কয়েক প্রকার জাতের গরু রয়েছে।

গরু গুলির গড়ে বয়স প্রায় তিন বছর। সবচেয়ে বড় গরু টি যার নাম তিনি দিয়েছেন মহিবুল হাসান ওজন আনুমানিক প্রায় ১৮ মন এবং সবচেয়ে ছোট গরুটির ওজন আনুমানিক প্রায় ১৫ মণ যার নাম দিয়েছেন তিনি বাবু। বর্তমান লকডাউন পরিস্থিতিতে তিনি প্রত্যন্ত গ্রাম থেকেই অনলাইনের মাধ্যমে গরু গুলিকে কুরবানীর জন্য বিক্রয় করতে আগ্রহী। ০১৭৩১৪৮১৫৪৮/০১৭৭৬৯৬৬৪৯৭ এই নম্বরে যোগাযোগ করার জন্য আগ্রহী ক্রেতাদের বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য