১২ জুলাই সোমবার ২০২১ দুপুর দুইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, রংপুর রেলওয়ে স্টেশন বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি রংপুরের আলমনগর পীরপুরের বাসিন্দা। তিনি পীরপুর জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার ১২ জুলাই এশার নামাজের পর পীরপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফন কার্য পীরপুর কবরস্থানে সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।