27.9 C
Rangpur City
Saturday, January 24, 2026
Google search engine
Homeশিক্ষাপাসের হার ২৫ শতাংশ রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,

পাসের হার ২৫ শতাংশ রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফলাফল প্রকাশ করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘এ’ ইউনিটের দুই গ্রুপের গড় পাসের হার ২৪.৭৩ শতাংশ।রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে গ্রুপ-১ এর ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ১৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ২৩.১৫ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০। গ্রুপ-২ এর ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৮৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৭০৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।

পাসের শতকরা হার ২৬.৩২ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.০০। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ -এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাই(https://admission.ru.ac.bd/ ) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd ) পরবর্তীতে প্রকাশ করা হবে।

(নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য