সাজেদুল করিম
১৮ জুলাই,২০২১ রবিবার সকাল ৯টায় রংপুর মিঠাপুকুর উপজেলার ৬নং কাফরিখাল ইউনিয়নের
শ্যামপুর নিবাসী আরডিআরএস,ঠাকুরগাঁও ব্রাঞ্চ,ম্যানেজার রবিউল ইসলাম (৪০)এর যমজ দুই ছেলে ও মওলানা এমদাদুল হক এমাদ এর নাতি হাসান ও হোসেন( ৯) বসতবাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে। হাসান ও হোসেনের সম্পর্কে চাচা রোকনুজ্জামানের সাথে কথা বলে জানা যায়- সকালে দুই ভাই এক সাথে বাড়ির বাইরে বের হয়ে বাড়ির পাশে পুকুরে নৌকায় বসে খেলতে শুরু করলে হঠাৎ করে পানিতে পড়ে গেলে আশেপাশে লোকজন না থাকায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়।
যমজ ভাইয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকাবাসী লাশ দেখতে আসে ও গভীর শোক প্রকাশ করে। পরিবারে একই সাথে দুই সন্তানের মৃত্যু হওয়ায় সবাই শোকাহত। মৃত যমজ ভাইয়ের রবিবার বাদ আসর নিজ এলাকায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ও পারিবারিক কবর স্থানে তাদের দাফনকার্য সম্পন্ন হয়।