26 C
Rangpur City
Tuesday, January 7, 2025
Google search engine
Homeখেলাধুলাপাক তারকা ক্রিকেটার দেড় মাসের জন্য মাঠের বাইরে

পাক তারকা ক্রিকেটার দেড় মাসের জন্য মাঠের বাইরে

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপ ‘এ’তে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জানুয়ারির শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। তবে সাইমের অনুপস্থিতি এই সিরিজগুলোতেও প্রভাব ফেলবে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল পাকিস্তান দল। দলের অন্যতম ফর্মে থাকা ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব ইনজুরির কারণে দেড় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে তিনি ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান। এই চোট পাকিস্তান দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাইম আইয়ুবের ইনজুরি পাকিস্তানের জন্য বড় ধাক্কা হলেও ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন নয়। এখন সমর্থকরা তাকিয়ে আছেন পাকিস্তান দল এই শূন্যতা কীভাবে পূরণ করে এবং চ্যাম্পিয়নস ট্রফিতে কতটা শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারে। একইসঙ্গে সাইমের দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

টিম ম্যানেজমেন্ট ইতোমধ্যেই সাইমের বিকল্প খুঁজতে শুরু করেছে। তার জায়গায় আব্দুল্লাহ শফিককে মাঠে নামানো হয়েছে। শফিকের পারফরম্যান্স ইতিবাচক হলে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি জায়গা পেতে পারেন। এ ছাড়া নির্বাচক কমিটি তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়ার কথা ভাবছে। দলের গুরুত্বপূর্ণ সদস্য বাবর আজম জানিয়েছেন, দলের যেকোনো সদস্যের ইনজুরি আমাদের জন্য হতাশাজনক। তবে তরুণদের প্রতিভা দিয়ে এই শূন্যতা পূরণ করার চেষ্টা করব।
(স্পোর্টস ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য